সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোর-৪ আসনে ৫ বারের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মরদেহ গুরুদাসপুরের তার নিজ বাড়ীতে এসে পৌঁছেছে

নাটোর-৪ আসনে ৫ বারের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মরদেহ গুরুদাসপুরের তার নিজ বাড়ীতে এসে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক:

নাটোর ৪ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মরদেহ গুরুদাসপুরের চাঁচকৈড় এলাকার তার নিজ বাড়ীতে এসে পৌঁছেছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ফ্রিজিং এ্যাম্বুলেন্সে করে তার মরদেহটি বাড়ীর সামনে পৌঁছানোর পর শেষবারের মত এক নজর দেখার জন্য ভিড় জমায় দলীয় নেতা কর্মি সমর্থক ও হাজার হাজার ভক্তরা। এ সময় সকলের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে যায়।

নিহত আব্দুল কুদ্দুসের মেয়ে কোহেলী  কুদ্দুস মুক্তি ও দলীয় নেতারা জানান, দীর্ঘ দিন ধরেই অসুস্থ্য ছিলেন তিনি। এরপরও সাধারণ মানুষ ও দলকে ভালোবেসে নিয়মিত দলীয় কার্যক্রম চালিয়ে চলেছেন তিনি। গত শনিবার দলীয় প্রোগ্রাম শেষে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রæত ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭ টা ২২ মিনিটে তিনি মারা যান। বেলা ১১ টায় ন্যাম ভবন মসজিদে প্রথম জানাযার নামাজ আদায় করা হয়। পরে তার মরদেহ নাটোরে নিয়ে আসা হয়। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও বেলা ১২ টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদ যোহর গুরুদাসপুরের বিলষা ঈদগাহ মাঠে জানাযা শেষে বিলশা কবরস্থানে দাফন করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …