নিজস্ব প্রতিবেদক ,বড়াইগ্রাম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. জাহিদুল ইসলাম উঠান বৈঠক করেছেন। শনিবার রাত ১০ টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজরস্থ চাকার মোড়ে স‘মিল মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও কাঠ ব্যবসায়ীদের আয়োজনে ওই বৈঠক করেন তিনি। জাহিদুল ইসলাম গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। ছাত্র জীবনেই তিনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে টানা ৪০ বছর আওয়ামী লীগের রাজনীতি করছেন এই নেতা।
মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম আওয়ামীলীগ সরকারের মেগা উন্নয়নের ওপর আলোকপাত করে বলেন, সম্প্রতি উপনির্বাচনেও তিনি দলের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। দ্বাদশ জাতীয় নির্বাচনেও তিনি নৌকা চাচ্ছেন। দলীয় ত্যাগ বিবেচনায় তাকে নৌকা দেওয়া হলে শেখ হাসিনার উন্নয়নের সঙ্গী হতে পারবেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রকৌশলী আমিরুল ইসলাম সরকার, আনজাম হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন বক্তব্য রাখেন।