রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-৪ আসনে নবনির্বাচিত এমপি’র সাথে বীরমুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

নাটোর-৪ আসনে নবনির্বাচিত এমপি’র সাথে বীরমুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুর উপজেলা বীরমুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আজকেই সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর যৌথ আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  কমান্ডার ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। এর আগে উপজেলা প্রশাসন ও বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে  ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় বীরমুক্তিযোদ্ধাগণ ও উপজেলা সকল স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …