নিজস্ব প্রতিবেদক:
নাটোর-৪ আসনে উপনির্বাচনে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আজ ১৫ সেপ্টেম্বর শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনা এমপির সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য নাটোর-৪ (গুরুদাসপুর বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬১ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রাথীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর।
ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামীলীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং দুইবার বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। উল্লেখ্য গত ৩০ আগস্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষিয়ান সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে এই আসনটি খালি হয়। উপনির্বাচনে অধ্যাপক আব্দুল কুদ্দুসের মেয়ে কুহেলি কুদ্দুস ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী সহ মোট ১৭ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নের আবেদন করেছিলেন।