মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোর-৪ আসনের উপনির্বাচনে জাকের পার্টির প্রার্থী ঘোষণা

নাটোর-৪ আসনের উপনির্বাচনে জাকের পার্টির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম

নাটোর ৪ আসনে উপনির্বাচনে রবিউল ইসলামকে জাকের পার্টির প্রার্থী ঘোষণা করা হয়। আজ ১০ সেপ্টেম্বর রোববার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একটি হোটেলে আয়োজিত সভায় তাকে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা জাকের পার্টির সভাপতি কেএমজি ফারুক (গুলু)। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম হায়দার। সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় মহাসচিব ফায়সাল বিন শফিক সনি। আগামী ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। উল্লেখ্য গত ৩০ আগস্ট নাটোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস মৃত্যুবরণ করায় এই আসনটি শূন্য হয়। তবে এখনো আওয়ামীলীগ বা অন্যান্য কোন দলের প্রার্থিতা ঘোষণা করা হয়নি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …