রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-৩ (সিংড়া) আসন আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন প্রতিমন্ত্রী পলক

নাটোর-৩ (সিংড়া) আসন আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন নাটোর জেলা আ.লীগের সহ-সভাপতি, বর্তমান সাংসদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমদে পলক।

সোমবার (২০ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকার মনোনয়ন ফরম জমা দেন তিনি।

প্রতিমন্ত্রী পলক নাটোর-৩ সিংড়া আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য ও দুইবার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা আ.লীগের সহ-সভাপতি হওয়ার আগে তিনি সিংড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ভিপি ছিলেন, পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন পলক।

পলক ছাড়াও ফরম জমা দিয়েছেন জেলা আ.লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক শামসুল ইসলাম, সিংড়া উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য সরফরাজ নেওয়াজ বাবু এবং উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলু।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …