শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-৩ আসনে নৌকার ১১ কর্মীকে শোকজ

নাটোর-৩ আসনে নৌকার ১১ কর্মীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:

নাটোর-৩ সিংড়া আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের হুমকি ও প্রচার মাইক বন্ধ এবং ঈগল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ১১ জন নৌকার কর্মীকে শোকজ করা হয়েছে। শুক্রবার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও পাবনার সহকারী জজ মোস্তফা কামাল এই শোকজ করেন। শোকজকৃত ১১ জন কে আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৩ টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজে অভিযুক্ত সকলেই নৌকা মনোনীত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কর্মী বলে জানা গেছে। জানা যায়, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় শেরকোল বাজারে ঈগল প্রতীকের মতবিনিময় সভার অস্থায়ী ছামিয়ানা ভেঙ্গে দিয়ে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের ঈগল প্রতীকের কর্মীদের প্রাণনাশের হুমকি এবং ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় সোয়াইড় বাজারে ঈগল প্রতীকের মাইকিং বন্ধ করে দিয়ে বাজারে টানানো ঈগল প্রতীকের সকল পোস্টার ছিঁড়ে ফেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নৌকার কর্মীরা। এই দুই ঘটনায় নৌকার কর্মী শেরকোল কান্দিপাড়ার মজনু ও শরিফ প্রামাণিক এবং শোয়াইড় গ্রামের মুকুল হোসেনসহ ১১ জন নৌকার কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রধান এজেন্ট কামরুল হাসান। পরে সরেজমিনে তদন্ত করে নৌকার কর্মীদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …