শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর- ২ আসন নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

নাটোর- ২ আসন নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের একটি রেস্তোরায় জেলা শহরের সাংবাদিকদের সাথে আয়াজিত মতবিনিময় সভায় তিনি ২০ দফা নির্বাচনী ইশতহার ঘোষণা করন। পরে সভায় উপস্থিত সকলে মুক্ত আলাচনায় অংশ নেন।

নির্বাচনী ইশতেহারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটার জেলা সদরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম পরিপূর্ণ বাস্তবায়ন, ২৫০ শয্যা বিশিষ্ট নাটোর সদর আধুনিক হাসপাতালকে মেডিকেল কলেজ রূপান্তরিত করা,নারদ নদ পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, শংকর গোবিদ চৌধুরী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তর করা, গ্যাস সংযাগ, সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া ভেষজ পল্লীতে বিশষ হিমাগার স্থাপনসহ আনুষাঙ্গিক উন্নয়ন, কেন্দ্রীয় সরকারর সাথে আলোচনা সাপেক্ষে উত্তরাগণভবনের সামন পর্যটকদের আকৃষ্ট করতে উন্নত, আধুনিক, নান্দনিক মানের ফাইভস্টার হোটেল ও মোটেল নির্মাণসহ ২০ দফা ইশতেহার উল্লেখ করেন। এসময় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …