মঙ্গলবার , সেপ্টেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-১আসনে আওয়ামীলীগ প্রার্থীর ছড়াছড়ি- মাঠে নেই বিএনপি

নাটোর-১আসনে আওয়ামীলীগ প্রার্থীর ছড়াছড়ি- মাঠে নেই বিএনপি

নিজস্ব প্রতিবেদক,লালপুর:

নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনে নির্বাচনী মাঠে আওয়ামীলীগে প্রার্থীর ছড়াছড়ি। নির্বাচনী মাঠে  বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের 

প্রচার-প্রচারণায় চোখে দেখা যাচ্ছে না। অন্যদিকে বিএনপি ও জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ সহ মোটরসাইকেল শোভাউন নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। তবে আওয়ামীলীগের মনোনয়ন যে পাবে তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করবেন মনোনয়ন প্রত্যাশীরা। এবং নৌকা প্রতীকে বিজয়ী করে বঙ্গবন্ধুর কন্যা ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে আবারও উপহার দিবেন বলে জানান তারা।  আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম উঠানোর জন্য রাজধানী ঢাকায় অবস্থান করছেন। এবং মনোনয়ন লাভের জন্য হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন মনোনয়ন প্রত্যাশীরা বলে জানা গেছে। আর চায়ের দোকান সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ও আওয়ামীলীগের এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। এই আসনে আওয়ামীলীগ ও বিএনপি থেকে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন,বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,শহীদ মমতাজ উদ্দিনের ছোট ভাই ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য  লে: কর্ণেল (অব:)রমজান আলী সরকার,যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক,নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান,বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন,বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু । অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের স্ত্রী ও বিএনপির নেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এছাড়া জাতীয় পার্টি থেকে যাদের নাম শোনা যাচ্ছে,সাবেক সংসদ সদস্য আবু তালহা,জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড: আশিকুর রহমান সোহেল, সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম। কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল।ওয়ার্কার্স পার্টি থেকে নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল এর নাম শোনা যাচ্ছে। এদিকে আওয়ামীলীগের নেতা-কর্মীরা জানান, যে নেতা আওয়ামীলীগের দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন করবেন এবং দলকে সুসংগঠিত সহ এলাকার উন্নয়ন কাজ করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন এমন নেতাকে  মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি অনুরোধ জানান তারা।

আরও দেখুন

সিংড়ায় ঝড়ে ভেঙ্গে পড়লো শতবর্ষী বৃক্ষ মানিক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের শতবর্ষী গাছ বৃক্ষ মানিক আকর্ষিকঝড়ে ভেঙ্গে পড়েছে। শতবর্ষী এই …