সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-১আসনের সংসদ সদস্যের বোন জামাইয়ের মৃত্যু

নাটোর-১আসনের সংসদ সদস্যের বোন জামাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপির বোন জামাই ও চিথলিয়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল ফুড শাখার ট্রেড ইন্সট্রাক্টর মোকবুল হোসেন(৪৮) সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপ জর্ণিত সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা রেখে গেছেন। সোমবার বিকেলে চিথলিয়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।

তারঁ মৃত্যুতে শহিদুল ইসলাম বকুল এমপি,বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা চেয়ারম্যান ইছাহাক আলী, চিথলিয়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেকবর হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলাম, প্রমুখসহ বিভিন্ন স্কুলের শিক্ষক মরহুমের নামাজে জানাজায় উপস্থিত থেকে শোক প্রকাশ করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …