শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ বিজয় র‌্যালী ও আলোচনা সভা

নাটোর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ বিজয় র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
নাটোর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদও উপজেলা ফুলবাগান সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর অফিসে পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলার সামনে গণকবরে পুষ্পমাল্য অর্পন ও   গাড়িবহর নিয়ে পুরো শহরে বিজয় মহড়া প্রদর্শন করা হয়। বিজয় মহড়া শেষে উপজেলা অডিটারিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাজেদুর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সেন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ নাটোর জেলা সভাপতি আশরাফুল হোসেন লালা ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ সাধারণ সম্পাদক শেখ ইউসুফ , সদর উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ সভাপতি যুদ্ধহত মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন প্রমুখ।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …