নিজস্ব প্রতিবেদক:
সদ্য ঘোষিত নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতিকে ‘রাজাকারের সন্তান’ ও সাধারণ সম্পাদককে ‘মাদকাসক্ত’ দাবী করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছে বিলুপ্ত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। তাদের মতে, সংগঠনটির কেন্দ্রিয় নেতাদের প্রভাবিত করে রাতের আধারে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে এই কমিটি গঠন করা হয়েছে।
শনিবার(২৪ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব দাবী জানান বিলুপ্ত কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার ও যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিম। নতুন কমিটির চারজন সহ-সভাপতি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে অনাস্থা জানান। লিখিত বক্তব্যে তারা দাবী করেন, গত ১৯ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির তালিকা প্রকাশিত হতে দেখা যায়। এই তালিকায় সভাপতি পদে চিহ্নিত রাজাকার সোনা মিয়ার ছেলে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক পদে জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপনের নাম দেখা যায়। এছাড়া কমিটিতে অন্য যাদের রাখা হয়েছে তারা অতীতে দলের কোন কর্মসূচীতেও অংশগ্রহণ করেননি। তবুও কেন্দ্রিয় নেতৃবৃন্দ তাদের দ্বারা গঠিত কমিটিই অনুমোদন করেছেন। তাদের ভুল তথ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের দ্বারা স্বেচ্ছাসেবকলীগের কমিটি করা হয়েছে। লিখিত বক্তব্যের বাইরে বিলুপ্ত কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার বলেন, দলে ভেতরের একটি তৎপর গোষ্ঠী নিজেদের স্বার্থে ত্যাগী নেতাকর্মীদের পিছিয়ে দিচ্ছে। এতে করে প্রকারান্তরে তারা বিএনপি জামাতকে সুযোগ করে দিচ্ছে।
এ ব্যাপারে নতুন কমিটির সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার বলেন, পদ পদবী না পেয়ে বিলুপ্ত কমিটির কেউ কেউ কেন্দ্র অনুমোদিত কমিটির বিরোধীতা করছেন। আমি জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম, এন এস সরকারি কলেজের ভিপি ছিলাম এবং বর্তমানে পৌর কাউন্সিলর। আমি রাজাকারের সন্তান হলে এটা সম্ভব ছিলো না। নতুন কমিটিকে তারা সহায়তা করলে আমরা আরো এগিয়ে যাবো। স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন তাকে মাদকাসক্ত আখ্যায়িত করে বক্তব্য দেয়ায় তিনি জানান, আমি সংগঠনের কোন সদস্য সম্পর্কে কোন বাজে মন্তব্য করতে রাজি না। আমাকে নাটোর জেলার আওয়ামী পরিবারের প্রত্যেকেই ভালো করে চেনেন জানেন। পদ-পদবী না থাকলেও মানুষ সাময়িক খুব তো হতেই পারে। তবে তার বহিঃপ্রকাশ এমনটা না হয় উচিত ছিল। তিনি আরো জানান, সেখানে বর্তমান কমিটির ৬ জন উপস্থিত থাকার কথা বলা হলেও উপস্থিত ছিলেন শুধু মাত্র দুইজন। আমি বিশ্বাস করি তারাও চাপে পড়ে সেখানে উপস্থিত হয়েছেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …