নিজস্ব প্রতিবেদক:
নাটোর স্টেশন বাজার এলাকায় অবস্থিত তরকারির বাজারে ইজারাদারের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। এই পাইকারি বাজারের ইজারাদার শরতের অতিরিক্ত টোল আদায় করেন। যার কারণে কাঁচাবাজারে তরকারি দামের সবসময় এর প্রভাব পড়ে। এমন অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। এ অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত স্টেশন এলাকায় অবস্থিত তরকারির পাইকারি বাজারে অভিযোগের সত্যতা পান। ১০ টাকার স্লিপে নেওয়া হচ্ছে ৭০ টাকা। এছাড়া আরও পণ্য প্রতি বিভিন্ন ভাবে আদায় করা হচ্ছে অতিরিক্ত টোল। এ সময় মোবাইল কোর্ট অনুমোদিত টোলরেটের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদার আব্দুল জলিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শরীফ শাওনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সহায়তা করেন বাজার মনিটরিং কর্মকর্তা জনাব নূর মোমেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এমন অভিযান অব্যাহত থাকবে। আমরা বাজার এলাকার ব্যবসায়ীদের পণ্যের দামের তালিকা ও ইজারাদারদের নিয়মিত টোল চার্ট প্রদর্শনের নির্দেশনা প্রদান করছি। এর ব্যত্যয় হলেই কিংবা অতিরিক্ত টোল পাপ পণ্যের দাম আদায় করা হলেই ঠামমার আদালতের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে।