রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোর সুগার মিলসের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

নাটোর সুগার মিলসের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,, উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোর সুগার মিলস্ লি. ২০২৪-২০২৫ আখ মাড়াইয়ের ৪১ তম মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত বছরের চেয়ে অতিরিক্ত ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই এর লক্ষ্য নিয়ে আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকেল তিনটার দিকে এই আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। আখ মাড়াই এর উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক মো. আবুল কালাম আজাদ। নাটোর সুগার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড ও নাটোর সুগার মিলসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আখ চাষী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ২০২৪-২০২৫ মৌসুমে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৯০ হাজার মে.টন, আখ মাড়াই করে ৫১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর আখ মাড়াই করা হয়েছিল ৬৯,৮৪৪ মে.টন এবং চিনি উৎপাদন করা হয়েছিল ৩২১৪ মে.টন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফরিদ ভূঁইয়া জানান, মিলজোন এলাকায় চাষীদের মাঝে আখ চাষে যথেষ্ঠ আগ্রহ রয়েছে। ২০২৪-২০২৫ মাড়াই মৌসুমে প্রতি মণ আখের মূল্য ২৪০ টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ প্রাপ্তি নিশ্চিতকরণ, মানসম্মত চিনি উৎপাদন এবং চিনি আহরণের হার বৃদ্ধি করে সুগার মিলটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই মিল ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য। সেলক্ষ্যে মিলের সকল কর্মকান্ড অব্যাহত আছে। সুগার মিলটি ১৯৮২ সালে স্থাপিত হয় এবং ১৯৮৪-১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সুগার মিলটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …