নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা সংক্রমণ প্রতিরোধে, সামাজিক দুরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ২৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নাটোর, বড়াইগ্রাম, বনপাড়া ও সিংড়া পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান ও সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান সিংড়া পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে ২ হাজার টাকা এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বড়াইগ্রামের বনপাড়া ও লক্ষীকোল বাজারে অভিযান চালিয়ে ৬ টি মামলায় এক হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নাটোর শহরের নীচাবাজার, স্টেশন বাজার, দিঘাপাতিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫টি মামলায় ৩ হাজার ৬শ টাকা জরিমানা করেন। এসব অভিযানে মোট ৬ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এসব অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ না কমা পর্যন্ত এবং জনসাধারণকে মাস্ক পরিধানে উৎসাহিত করার লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …