রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোর সদর হাসপাতালে দশটি অক্সিজেন সিলিন্ডার দিলো জেলা প্রশাসন

নাটোর সদর হাসপাতালে দশটি অক্সিজেন সিলিন্ডার দিলো জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সেইসাথে হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। নাটোর সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের ৫০ শয্যার বিপরীতে রোগী রয়েছে ৬০ এর অধিক। রোগীদের এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেকোনো সময় দেখা দিতে পারে অক্সিজেন সংকট তাই বিভিন্ন সংস্থা, এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী তরফ থেকে ইতি পূর্বে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দশটি সিলিন্ডার প্রদান করা হলো হাসপাতালে।

আজ বুধবার দুপুরে নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম এর নিকট এই অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রব্বী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন আল ওয়াদুদসহ সংশ্লিষ্টরা।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী বলেন এক লক্ষ ৭২ হাজার ৪২০ টাকা মূল্যের দশটি অক্সিজেন সিলিন্ডার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে যার প্রতিটি ধারণক্ষমতা ৬.৮ লিডার এসব সিলিন্ডার এর মাধ্যমে সরবরাহকৃত করোনা রোগের চিকিৎসায় সহায়ক হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …