রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করলেন সাংসদ শিমুল

নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করলেন সাংসদ শিমুল

নিজস্ব প্রতিবেদক
নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড ভিজিট ও নাটোর পৌরসভা এলাকায় এডিস মশা নিধনে ঔষধ স্প্রে এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড ভিজিট করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় তার সাথে ছিলেন সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামসহ চিকিৎসকবৃন্দ। এ সময় সংসদ সদস্য ডেঙ্গু রোগ নিরাময়ে চিকিৎসকদের বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন। পরে তিনি ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এডিস মশা নিধনে ঔষধ স্প্রে এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ ।

এ সময় এডিস মশার লার্ভা থাকতে পারে এমন সব স্থানে মশা নিধনের ঔষধ স্প্রে করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশা নিধন ও এডিস রোগ থেকে নিষ্কৃতি পেতে করণীয় সম্পর্কে সচেতনতামুলক নির্দেশনা দেওয়া রয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …