নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর হাসপাতালে মোশারফ হোসেন (৫০) নামে আরো একজনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যা ছয়টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা ইউনিটে তার মৃত্যু হয়। মৃত মোশারফ হোসেন (৫০) বাগাতিপাড়া উপজেলার পাচুরিয়া গ্ৰামের মৃত আব্দুর রহমানের ছেলে।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রবিবার করোনা সন্দেহে মোশারফ হোসেন (৫০) কে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যা ছয়টার দিকে তার মৃত্যু হয়। করোনা ভাইরাস পজিটিভ কিনা তার জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। এনিয়ে জেলায় আজ মোট তিন জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করলেন। এরমধ্যে মৃত দুই জনের বাড়ি বাগাতিপাড়া উপজেলায়।
