নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মানাধীন ভবনে করোনা রোগীদের চিকিৎসায় নতুন ওয়ার্ড প্রস্তুতের জন্য পরিদর্শন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ সহ জেলা প্রশাসক এবং পুলিশ সুপার।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান সহ উদ্ধোর্তন কর্মকর্তারা এই পরিদর্শন করেন। এ সময় নির্মানাধীন ভবনের একটি কক্ষে করোনা রোগীদের জন্য প্রাথমিকভাবে সিলিন্ডার অক্সিজেন ব্যাবস্থ্যা সহ একটি কক্ষ প্রস্তুত করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, প্রতিনিয়ত দেশে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ খুবই গুরুত্বপূর্ন। সেকারনে নাটোর সদর হাসপাতালের নির্মানাধীন ভবনের একটি কক্ষে করোনা রোগীদের চিকিৎসা ব্যাবস্থা করতে ঢাকা থেকে একটি প্রকৌশলী টিম নাটোরে এসেছে। আজ তারা ভবনটি পরিদর্শন করলেন। দ্রুত সময়ের মধ্যে এখানে করোনা রোগীদের চিকিৎসায় নিরাপদ একটি ওয়ার্ড প্রস্তুত সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মানাধীন ভবনে করোনা রোগীদের চিকিৎসায় নতুন ওয়ার্ড প্রস্তুতের জন্য পরিদর্শন
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …