নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর হাসপাতালের প্রায় ৪কোটি টাকার টেন্ডার সিডিউল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুপুরে নাটোর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন নাটোর সদর হাসপাতালে টেন্ডারের সিডিউল ক্রয় করেন। সময় সিডিউল ক্রয় করে বের হওয়ার সময় হাসপাতালের বর্হিগমনের ফটকের সামনে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়ার সাথে ধাস্তাধস্তির ঘটনা ঘটে।
এসময় যুবলীগ সভাপতি এহিয়া সিডিউল ছিনতাই করে নিয়ে যায়। পরে খবর পাওয়ার পর জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান।
সম্প্রতি নাটোর সদর হাসপাতালের ঔষধ, খাবার, আসবাবপত্র সহ মোট ৬টি গ্রুপে প্রায় চার কোটি টাকার টেন্ডার আহ্ববান করে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্য়ন্ত মোট ১৮টি সিডিউল বিক্রি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী সেপ্টেম্বর সিডিউল ক্রয় এবং অক্টোবর জমা দেওয়ার শেষ দিন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …