নিজস্ব প্রতিবেদক:
নাটোর আধুনিক সদর হাপাতালে ভর্তিকৃত করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোরে করোনা সংক্রমণের হার বৃদ্ধিতে সদর হাসপাতালে ৭০ বেডের বিপরীতে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় তাদের চিকিৎসার কোন ত্রুটি হচ্ছে কিনা তা জানতে তিনি আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে পরিদর্শনে যান।
তিনি সেখানে করোনা ওয়ার্ডের রোগীদের চিকিৎসা সহ অন্য কোন সমস্যা হচ্ছে কিনা তাও জানতে চান। তিনি করোনা রোগী ও তার স্বজনদের উদ্দেশ্যে সচেতনতামূলক নির্দেশনা দেন। এছাড়া তাদের চিকিৎসায় যাতে কোন ত্রুটি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন। কোন প্রকার সমস্যা হলে সঙ্গে সঙ্গে সে ব্যাপারে তাকে জানানোর কথা বলেন। করোনা রোগীদের চিকিৎসার কোন প্রকার ত্রুটি হলে তা সহ্য করা হবেনা বলেও তিনি চিকিৎসকদের হুশিয়ার করে দেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন নাটোর আধুনিক সদও হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার রায়, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …