মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসহায়তা বিতরণ করেন রত্না আহমেদ

নাটোর সদর উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসহায়তা বিতরণ করেন রত্না আহমেদ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদর উপজেলার বিভিন্নস্থানে খাদ্যসহায়তা বিতরণ করেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। শনিবার সকালে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা, ছাতনী ইউনিয়নের কালিকাপুর আমহাটি, নাটোর পৌরসভার বড়গাছা, হুগোলবাড়িয়া এলাকায় এই খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি।

খাদ্য সহায়তা বিতরণকালে তিনি জানান, করোনা ভাইরাসজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন দরিদ্র ও দুঃস্থ মানুষদের, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য সহায়তা করেছি আমার ও আমার পরিবারের অর্থায়নে প্রতিষ্ঠিত ফুড ব্যাংক এর মাধ্যমে। উক্ত খাদ্যসামগ্রী বিতরনী অনুষ্ঠানে সবাইকে শারীরিক দূরত্ব মেনে চলতে এবং ঘরে থাকতে অনুরোধ করি।

উল্লেখ্য তিনি প্রতিদিনই নাটোর নলডাঙ্গা বিভিন্ন অঞ্চলে এই খাদ্যসহায়তা বিতরণ করে যাচ্ছেন। গতকাল সদরের ছাতনা ইউনিয়ন নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …