নিজস্ব প্রতিবেদকঃ
সদর উপজেলার বিভিন্ন স্থানে নদীর অবৈধ বাঁধ অপসারণ করলেন সদর ইউএনও জাহাঙ্গীর আলম। শনিবার বিকেলে দিঘাপতিয়া ইউনিয়নের গাঙ্গইল, বলদখাল, বাকবাড়িয়া ও গোয়ালদিঘী মৌজা দিয়ে অতিক্রান্ত আত্রাই নদীর বিভিন্ন অংশে ওই অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এই সময়ে তার সঙ্গে ছিলেন সদরের সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন।
উল্লেখ্য নদীতে বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ করে আসছিল কিছু অসাধু ব্যক্তি। নদীর পানি প্রবাহ না থাকায় আশেপাশের কয়েকশত একর কৃষি জমিতে বছরের অনেকটা সময় জলাবদ্ধতা থাকে। দিনব্যাপী কিছু পুকুর এর বাঁধ অপসারণ করা হয়েছে। বাকী বাঁধগুলো আগামী ০৩ দিনের মধ্যে অপসারণের জন্য এক্সকেভেটর দিয়ে কাজ করার পরামর্শ দেয়া হয়।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহন প্রশাসনের কাজকে সহজ করে দিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …