নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস নাটোরের আয়োজনে ও ধরাইল আই,এম উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় নাটোর সদর উপজেলায় আয়োজিত অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৯ ধরাইল আই,এম উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরাইল আই,এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও নাটোর জেলা কৃষকলীগের সভাপতি কামাল মাষ্টার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা ক্রীড়া অফিসার আ,ফ,মুহাম্মদ ওবায়দুল হক। সভাপতিত্ব করেন ধরাইল আই,এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউ,পি সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা। প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক(ক্রীড়া) মনোয়ার হোসেন চঞ্চল, আমিনুর রহমান, সরদার আঃ সবুর, বশির উদ্দিন, মোঃ আশিকুর রহমান, রওশন, আবুল হোসেন, ওয়াসীম আলী, আবুল কালামসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ধরাইল আই, উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ হোসেন, নূরুল ইসলাম,আকলিমা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী, ছাত্র/ছাত্রীবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়া মোদী ব্যক্তিবর্গ।