শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোর সদরের স্বর্ণ ব্যাবসায়ী ও কারিগর সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

নাটোর সদরের স্বর্ণ ব্যাবসায়ী ও কারিগর সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
বিভিন্ন সময়ে পুলিশী হয়রানীর প্রতিবাদে ও গ্রেফতারকৃত দুই স্বর্ণ ব্যাবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোর সদরের স্বর্ণ ব্যাবসায়ী ও কারিগর সমিতির অর্নিদিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নাটোর জেলা শাখার কার্যালয় থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

নাটোর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ভক্ত চক্রবর্তি ও স্থানীয় ব্যাবসায়ীরা জানান, গতকাল রাতে ডিবি পুলিশ পরিচয়ে শহরের পিলখানা এলাকার দেবাশীষ বল ঘর এ্যান্ড জুয়েলারী স্টোরের মালিক বাবলু দে এবং আয়েশা জুয়েলার্সের মালিক লিটন খাঁকে আটক করে নিয়ে যায়। এবিষয়ে জানতে ডিবি পুলিশের সাথে যোগাযোগ করতে তাদের অফিসে যাওয়া হলেও তাদের সাথে কথা বলতে রাজী হয়নি ডিবি পুলিশ। এছাড়াও বিভিন্ন সময়ে পুলিশ স্বর্ণ ব্যাবসায়ী কারিগরদের আটক করেও হয়রানী করে থাকে।

এর প্রতিবাদে ও গ্রেফতারকৃত দুই ব্যাবসায়ীর নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোর উপজেলার সকল স্বর্ণ ব্যাবসা প্রতিষ্ঠান অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সাথে একাত্মতা ঘোষণা করে কারিগর সমিতিও তাদের কাজ বন্ধ রেখেছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …