নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদর উপজেলার পৌরসভাসহ তেবাড়িয়া ও ছাতনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা এমপি রত্না আহমেদ। আজ শনিবার সকাল থেকে এসব এলাকা ৬০ জন অসহায় মানুষকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া নাটোর পৌরসভার বড়গাছা ও হোগলবাড়িয়া; তেবাড়িয়া ইউনিয়নের একডালা এবং ছাতনী ইউনিয়নের কালিকাপুর আমহাটি এলাকার দরিদ্র ও দুঃস্থ ৬০ জন মানুষদের মাঝে সকাল ১০টা থেকে খাদ্যসামগ্রী বিতরণ শেষে এমপি রত্না নারদবার্তাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য সহায়তা করেছি আমার ও আমার পরিবারের অর্থায়নে প্রতিষ্ঠিত ফুড ব্যাংক এর মাধ্যমে এবং খাদ্যসামগ্রী বিতরণ শেষে উপস্থিত সবাইকে শারীরিক দূরত্ব মেনে চলতে এবং ঘরে থাকতে অনুরোধ করেছি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …