সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর শ্যামসুন্দর মন্দিরে কীর্তন কথামৃত পাঠ এর শুভ উদ্বোধন

নাটোর শ্যামসুন্দর মন্দিরে কীর্তন কথামৃত পাঠ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিশ্ব মানবতার কল্যাণে দেশ ও জাতির কল্যাণ কামনায় ভগবান শ্রীকৃষ্ণের পদাবলী কীৰ্ত্তন ও কথামৃত পাঠ এর শুভ উদ্বোধন করা হয়েছে। অর্ধবঙ্গেশ্বরী রাণীভবাণী প্রতিষ্ঠিত শ্রীশ্রী শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গণে আজ ২৪ ডিসেম্বর শুক্রবার সকাল দশটার দিকে এই কীর্তন এবং কথামৃত পাঠের মঙ্গল প্রদীপ জ্বেলে উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। উদ্বোধনের পর থেকেই মন্দির প্রাঙ্গণে শুক্রবার ও শনিবার পদাবলী কীর্তন ও কথামৃত পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচী মোতাবেক আয়োজিত মহোৎসব অনুষ্ঠানে ভক্তবৃন্দের শুভাগমন ও চরণ ধুলিতে সার্থক হবে বলে আশা প্রকাশ করেছেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার অধিকারী।

এসময় আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …