সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোর শহরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে এক নারীকে হত্যা

নাটোর শহরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে এক নারীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের কানাইখালি চৌধুরি বাড়িতে নিজ বাড়িতে ছুরিকাঘাতে জাহানারা বেগম (৬০) নামে এক নারীকে হত্যা করেছে সোহান(১৬) নামের এক তরুণ। নিহত জাহানারা বেগম একই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মাজেদ খান চৌধুরীর স্ত্রী। সোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নিরিবিলি পেয়ে সোহান চুরি করার উদ্দেশ্যে জাহানারা বেগমের বাড়িতে ঢুকে। এ সময় জাহানারা বেগম টের পেয়ে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সোহান।

এ সময় জাহানারা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ আরও জানায় এই ব্যাপারে থানায় হত্যায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …