রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর শহরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নাটোর শহরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:

নাটোর শহরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ৩ ডিসেম্বর রবিবার রাত সাড়ে দশটার দিকে শহরের হরিশপুর এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে সামি জনি ও রাজকীয় পরিবহনের দুটি বাস সম্পূর্ণরূপে ভূস্মিভূত হয়। এ সময় আরো একটি বাসে আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় আজ রাত সাড়ে দশটার দিকে হরিশপুর মহল্লায় ভিআইপি হোটেলের সামনে গ্যারেজ করা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মুহূর্তের মধ্যেই দুটি বাস দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে প্রায় আধাঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …