নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের নিচাবাজার এলাকায় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার বেলা ১১ টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজার পরিদর্শনে গিয়ে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিতকরণে বিশেষ সেবা সপ্তাহ [ ৩০ এপ্রিল -০৬ মে ২০২১ ] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয় কর্তৃক নাটোর জেলা সদর উপজেলায় বাজারে অভিযান পরিচালনা করে। নাটোর সদর উপজেলায় নীচাবাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারা মতাবেক পংকজ ষ্টোরকে ৩০০০(তিন হাজার) টাকা ও একই এলাকায় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে সোনালী ষ্টোরকে ৩০০০(তিন হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত দুইটি ব্যবসা প্রতিষ্টানকে ৬০০০(ছয় হাজার ) টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়। অভিযানে সহয়তা করেন সদর থানার পুলিশের একটি টিম। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্তণে রাখতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …