রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর শহরে অটো রিক্সার ধাক্কায় নিহত-১

নাটোর শহরে অটো রিক্সার ধাক্কায় নিহত-১

নিজস্ব প্রতিবেদক:

নাটোর শহরের নাটোর রাজশাহী মহাসড়কের কান্দিভিটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় আইয়ুব নামের এক পথচারী নিহত হয়েছে। আজ ৩০ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে কান্দিভিটা এলাকার বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী শহরের কান্দিভিটা এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ ৩০ অক্টোবর সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের কান্দিভিটা বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আইয়ুব আলী। এ সময় একটি দ্রুতগামী অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মরদেহটি মর্গে নেয়ার পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …