নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের মল্লিকহাটি এলাকা থেকে ৩১ মাদকসেবীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৩১) আগস্ট রাত সাড়ে নয়টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল নাটোর শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবন কালে শহরের আমহাটি এলাকার মোতালেব পাটোয়ারী ছেলে মুন্না পাটোয়ারী (১৯), ইউনুস প্রামাণিকের ছেলে শাকিব ( ১৯), মৃত হোসেন মাঝির ছেলে সোহাগ (২৬), মৃত আলম আলীর ছেলে জীবন আলী (২০), শহরের বনবেলঘড়িয়া কালাম বিশ্বাসের ছেলে সুমন হোসেন (১৯), নওশাদ মোল্লার ছেলে সবুজ ইসলাম ( ১৯), মৃত বদিউজ্জামানের ছেলে আসাদুজ্জামান (৫০), চক বৈদ্যনাথ এলাকার মৃত কাশেমের ছেলে আব্দুর রহিম ও বিভিন্ন এলাকার আরও ২৩জন সহ মোট ৩১জনকে মাদক বিক্রয় ও প্রকাশ্যে মাদক সেবন করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা থেকে এসে ওই এলাকায় একত্রিত হয়ে মাদক সেবন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …