নিজস্ব প্রতিবেদক: নাটোর শহরের মল্লিকহাটি মহল্লা থেকে ১৭ মাদকসেবীকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যবের একটি অপারেশন দল শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনকালে, বড়াইগ্রাম উপজেলার তিরোইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে, ইমরুল কায়েস (২৫), তার শ্বশুর চক বৈদ্যনাথ এলাকার রহমান প্রামানিক, চৌধুরী বড়গাছা এলাকার নুরুনবী ড্রাইভারের ছেলে মোকছেদ (২৬),বনবেলঘড়িয়া বাইপাস মোড় ফরহাদ আলীর ছেলে, আলহাত @ বাবু (৩২),বনবেলঘড়িয়া মৃত রহিদুলের ছেলে সাগর (২৬),হুগোলবাড়িয়া মৃত হায়দার আলীর ছেলে কালু (৩৩),ভাটোদারা এলাকার আকরাম খামারুর ছেলে মনজু খামারু(৩২),একঢালা কালুর পুকুর পাড় এলাকার কোরবান আলীর ছেলে আনোয়ার (২৮),জলিল মুন্সির ছেলে সাত্তার (৩৫),মজিবর রহমানের ছেলে খোরশেদ আলম (৩২),তেবাড়িয়া উত্তর পাড়া এলাকার ওসমান গনির ছেলে উজ্জল (২৬),চকতেবাড়িয়া এলাকার ইসাহাক আলী প্রামানিকের ছেলে বাবু প্রামানিক (৩০),উত্তর চৌকিরপাড় এলাকার মানিক সরকার মিঠুন সরকার, বড়গাছা পালপাড়া এলাকার বিশ্বনাথ রায়ের ছেলে বিপুল রায় (৩৪),উত্তর পটুয়াপাড়া ঝাউতলা এলাকার মোঃ সেলিমের ছেলে জসিম (৩২),নারায়নকান্দি এলাকার আব্দুল লতিফের ছেলে বিপ্লব (২৫),একডালা কালুর পুকুর পাড় প্রাণগেট এলাকার মজিবর রহমানের ছেলে আরমান হোসেন (২২),বনবেলঘড়িয়া বাইপাস মোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রিপন (২৭)কে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা থেকে এসে ওই এলাকায় একত্রিত হয়ে মাদক সেবন করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …