সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর শহরের বিদ্যুৎ গ্রামে : গ্রাহকের দুর্ভোগ চরমে

নাটোর শহরের বিদ্যুৎ গ্রামে : গ্রাহকের দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে পল্লী বিদ্যুৎ সমিতি থাকতেও শহরের বিদ্যুৎ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ফলে শহরের একাংশের গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছে। লোডশেডিং এর পর লোডশেডিং এ নাকাল নাটোর শহরের গ্রাহকবৃন্দ।

বৃহস্পতিবার মল্লিকহাটি ঘোষপাড়া মহল্লার কয়েকজন গ্রাহক নেসকোর নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত পত্রে জানান, ১৮৬৯ সালে নাটোর পৌরসভা গঠিত হওয়ার পর নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত বিদ্যুৎ শহরে সরবারাহ করা হতো। প্রায় শুরু থেকেই মল্লিকহাটি মহল্লার কিছু বাড়িতে, নিকটবর্তী এসডিও অফিস, মুন্সেফ কোর্ট, কারাগার ও থানায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। নানা সমস্যা-সংকটেও এই মহল্লায় সংযোগ সম্প্রসারিত হতে থাকে। এই সংযোগ ছিলো টাউন ফিডারের অন্তর্ভুক্ত। কিন্তু কিছুকাল পূর্বে এই মহল্লার সংযোগ বিচ্ছিন্ন করে তেবাড়িয়া গ্রামীণ ফিডারের অন্তর্ভুক্ত করা হয়। এটি তেবাড়িয়া ছাড়াও হরিশপুর, দিয়াড়ভিটা, বড়ভিটা, জাঠিয়ান গ্রাম পর্যন্ত গেছে। শহর থেকে ঐ গ্রাম প্রায় চার কিলোমিটার দূরে। বিরাট এলাকাব্যাপী সংযোগ থাকায় নানা তুচ্ছ কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা করা হয়। ফলে গ্রাহকের দুর্ভোগের সীমা থাকে না।

এই সমস্যা নিরসনে মহল্লাবাসী এটিকে পুনরায় শহর ফিডারের সঙ্গে যুক্ত করার দাবি জানান।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …