সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর শহরের এক ডাস্টবিনে নবজাতকের মরদেহ!

নাটোর শহরের এক ডাস্টবিনে নবজাতকের মরদেহ!

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কেন্দ্রীয় গোরস্থানের পাশের উত্তর পটুয়াপাড়া এলাকার ডাস্টবিন থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন ও এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে একটি লাল রংয়ের ব্যাগে করে কে বা কারা নবজাতকের মরদেহটি ডাস্টবিনে ফেলে রেখে যায়। পরে সকালে স্থানীয়রা ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে ডাস্টবিনের ভিতরে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নবজাতকের মরদেহটি স্থানীয়দের কাছে দেওয়া হয়েছে গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানের আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য।

পুলিশ জানায়, পরে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …