নিজস্ব প্রতিবেদক: নাটোর শহরেই সার গোডাউন নির্মাণের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্টেশন বাজার এলাকায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার ব্যবসায়ীরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিএফএর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, উপদেষ্টা আলফাজুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা জানান, জেলা সার, বীজ মনিটরিং কমিটির একাধিক সভায় ২০ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি নতুন সার সংরক্ষণ ও বিতরণের জন্য বাফার বর্তমান গোডাউন সংলগ্ন স্থানে একটি নতুন গোডাউন নির্মাণের সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে রাস্তা ও রেললাইন থাকা সত্ত্বেও শুধু মাত্র রাজনৈতিক বিবেচনায় জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চল নলডাঙ্গায় বাফার গোডাউন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের জমি ক্রয় বাবদ অতিরিক্ত টাকা ব্যয় হবে এবং সরু রাস্তায় ভারী যানবাহন চলাচলে বিঘ্ন হওয়াসহ সার ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া গুনতে হবে। তাই তারা শহরের বাফার গোডাউনের পাশেই নতুন গোডাউনটি নির্মাণের দাবি জানান।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …