সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর বি এম এ- এর শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

নাটোর বি এম এ- এর শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর বি এম এ- এর শীতকালীন পিঠা উৎসব ও ঊনচল্লিশ বি,সি,এস মাধ্যমে সদ্য যোগদান কৃত নবীন চিকিৎসকবৃন্দের সম্বর্ধনা দেয়া হয়। সেইসাথে বিদায়ী সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামের বিদায় ও নতুন যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের সম্বর্ধনা জানানো হয়। নতুন চিকিৎসকবৃন্দ স্বাস্থ্য খাতে যথাযথ অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মুজিব বর্ষের শ্লোগান ” মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” কে কার্যকর করতে সবাই প্রয়োজনীয় ভূমিকা রাখবে। পরে সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর মাধ্যমে ও চিকিৎসকবৃন্দ ও তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দময় হয়ে উঠে।অনুষ্ঠানের এক ফাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ) ও নাটোর বি এম এ-র সহ সভাপতি ডাঃ বেলাল হোসেন টেলিফোনের লাউড স্পিকারে নবীন চিকিৎসকবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন ।বর্ণাঢ্য এ আয়োজনে সহযোগিতা করেছে এরিষ্টো ফার্মা লি:।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …