রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নাটোর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগে নাটোর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন দুদকের কর্মকর্তারা।  এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্যের খবর প্রচার হয়।

সেখানে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের নানা বিড়ম্বনায় চিত্র খবর প্রচারিত হয়। এরপর আজ দুদকের কর্মকর্তারা আজ নাটোর বিআরটিএ অফিসে অভিযান শুরু করেন।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক মো. আমির হোসাইন এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। অভিযানের সময় সেবা গ্রহীতাদের নানা অভিযোগ শুনেন এবং কিছু কাগজপত্র তারা জব্দ করে নিয়ে যান। পরবর্তীতে সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমির হোসাইন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …