নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৩০ বছর পর নাটোর জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রশান্ত কুমার পোদ্দার ও সাধারণ সম্পাদক পদে মজিবর রহমান নির্বাচিত হয়েছেন।
আজ ৫ মে বৃহস্পতিবার বিকেলে কানাইখালীস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কামরুল ইসলাম। সমিতির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি বাবুল আখতার, আব্দুর রশীদ, আব্দুর রশীদ প্রাং, সৈয়দ মোজাম্মেল আলী ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, সহ-সম্পাদক আব্দুর রহমান কাজল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও দপ্তর সম্পাদক মো. হানিফ। এর আগে সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে।
বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির ৪৬ জন সদস্য এই ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য ৮টি পদে কোনো প্রার্থী না থাকায় শুধুমাত্র সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রসঙ্গক, সর্বশেষ ১৯৯৫ সালে মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে বিভিন্ন সময় সিলেক্টেড কমিটির দায়িত্ব পালন করে আসছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …