নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠিত

নাটোরে বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে এই মাহফিল ও দস্তার বন্দী অনুষ্ঠিত হয়। সব পদ্মনাথ দারুস সালাম কওমী মাদ্রাসার উদ্যোগে এই বার্ষিক ওয়াজ ও দস্তারবন্দী মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি শরিফুল ইসলাম শরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শিমুল বলেন, ইসলাম শান্তির ধর্ম। ধর্ম নিয়ে কেউ যাতে বাড়াবাড়ি না করতে পারে সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …