নিজস্ব প্রতিবেদক:
নাটোর বইমেলায় গার্ল গাইডস অনন্য উদ্যোগ গ্ৰহণ করেছে। ১৭ মার্চ থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী প্রায় ৫০ টি স্টল অংশগ্রহণ করেছে। এরমধ্যে ফুড কোর্ট থেকে শুরু করে নানা সমাহার যুক্ত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন এই বইমেলার আয়োজন করে।
এই বইমেলায় গার্ল গাইডস নাটোর জেলা শাখা একটি বুক স্টল দিয়েছে। জেলা কমিশনার ও সাবেক জেলা শিক্ষা অফিসার বেগম হামিদা বানুর নেতৃত্বে প্রতিদিনই পালাক্রমে এই বইয়ের স্টলে পালাক্রমে দায়িত্ব পালন করছেন শামীমা আক্তার বিথী, তাপসী ভট্টাচার্য জেসমিন আক্তার সহ গার্ল গাইডসের সদস্যরা। স্থানীয় কোষাধ্যক্ষ তাপসী ভট্টাচার্য জানান মহান স্বাধীনতা যুদ্ধ এবং জাতির পিতার উপরে লেখা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ গল্প কবিতা জীবনী আমরা শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি।
তারা এখান থেকে বইগুলো কিনে মহান স্বাধীনতা যুদ্ধ এবং বঙ্গবন্ধুকে জানতে পারবে। জেলা কমিশনার বেগম হামিদা বানু জানান আমরা বই মেলায় অংশগ্রহণ করেছি কোন ব্যবসা করার উদ্দেশ্যে নয়। আমরা যে বইগুলো সংগ্রহ করেছি এবং স্টলে প্রদর্শন করছি সেগুলো সংগ্রহ এবং পড়লে শিক্ষার্থীরা দেশ জাতি বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে পারবে। তিনি আরো জানান, আমাদের সদস্যরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …