সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর প্রেস ক্লাব কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

নাটোর প্রেস ক্লাব কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ঐতিহ্যবাহী ও সবচেয়ে প্রাচীন নাটোর প্রেস ক্লাবের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী বাবন, সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী, যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান, মহিলা কাউন্সিলর কোহিনূর বেগম পান্না, ৩নং ওয়াডের কাউন্সিলর ফরিদ আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, নাটোর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব। সাম্প্রতিক সরকারের চলমান উন্নয়নের জন্য নাটোর প্রেস ক্লাবের ভবনটি ভাঙ্গা পড়ে। একটি প্রেস ক্লাব অত্যান্ত জরুরী ছিল। তারই প্রেক্ষিতেই এই নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সাংবাদিকদের বসার একটি ঠিকানা হল, মিডিয়ার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অনেক ভূমিকা রাখতে পারবে। তাই বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার জন্য সকলকে আহবান জানান তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …