সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাটোর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাধ্যবাধকতা থাকায় করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প পরিসরে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাধারণ সদস্য মাওলানা আব্দুল হান্নান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সাধারণ সদস্য ডিবিসি নিউজ এবং সংবাদ এর নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী। সবার শুরুতেই জাতির জনকের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি জালাল উদ্দিন। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী। অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন। পরে বার্ষিক প্রতিবেদন এবং অর্থনৈতিক প্রতিবেদন সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং প্রস্তাব উপস্থাপন করেন প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সেদরুল হুদা ডেভিভ, সাবেক সভাপতি রনেন রায়, নির্বাহী সদস্য এস এম মঞ্জুরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ফরাজী রফিক আহমেদ বাবন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম নান্টু, সদস্য কামরুল ইসলাম, সহ-সভাপতি এবিএম মোস্তফা খোকন, ডিবিসি নিউজ নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী।

সভা চলাকালীন সময়ে ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারের মৃত্যুর খবরে আকস্মিকভাবেই শোক প্রস্তাব আনা হয়। এরপরে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …