রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পৌর যুবলীগের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত

নাটোরে পৌর যুবলীগের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ যুবলীগ, নাটোর পৌর শাখার আয়োজনে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদৎবার্ষিকী এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদৎবরণকারীদের উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বিশাল এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আরও বক্তব্য রাখেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা ও সদর উপজেলা, পৌর ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …