নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ নেতা কর্মিদের হামলা ও বিএনপির নেতা কর্মিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন। আজ শনিবার দুপুরে শহরের উত্তর বড়গাছা এলাকায় প্রার্থীর বাসভবনে লিখিত বক্তব্য পাঠ করে এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১০ টি দাবী উপস্থাপন করেন। দাবীগুলোর মধ্যে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা। ভোটারা যাতে নিবিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার ব্যবস্থা। দল নিরপেক্ষ প্রিজাইডিং অফিসার নিয়োগ। নির্বাচনী প্রচারনায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা সহ দাবীগুলো উপস্থাপন করা হয়।
তিনি আরো বলেন, তার জনপ্রিয়তা দেখে নৌকার প্রার্থী ভয় পেয়ে দলীয় সন্ত্রাসী বাহিনী তাকে প্রাননাশের হুমকি সহ বিভিন্ন ভয়ভিতি দেখানো হচ্ছে। তিনি এসব বিষয়ের প্রতিকার চান স্থানীয় প্রশাসনের কাছে।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌর নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …