রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌর এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নাটোর পৌর এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌর এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু। শনিবার বেলা এগারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে তিনি এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

করোনাভাইরাস প্রাদূর্ভাব মোকাবেলায় নাটোর শহরের কানাইখালি এলাকা থেকে চকরামপুর পর্যন্ত রাস্তার সাধারণ মানুষ, অটো, রিক্সা চালক ও দোকারদারসহ সাধারণ মানুষের মাঝে এই সকল সামগ্রী বিতরণ করেন। এছাড়াও জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদস্য সৈয়দ মোজাম্মেল আলী ফিরোজ, থানা যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান বুলেট, ছাত্র নেতা রাব্বানী প্রমুখ।

এই সকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে মোর্ত্তজা বাবলু জানান, পৌর এলাকায় এই দফায় ৫ হাজার মাস্ক, ৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হবে। আজ ৮ শত মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হলো। জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলারও অনুরোধ করেন তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …