বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী বাবুল চৌধুরী

নাটোর পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী বাবুল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ১৬ জানুয়ারি নাটোর পৌরসভা নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির মেয়র প্রার্থী জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী। প্রত্যাহারের শেষ দিনে আজ ২৭ ডিসেম্বর সোমবার বিকেল তিনটার দিকে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। তার মনোনয়ন প্রত্যাহারের কারণ হিসেবে রাজনৈতিক কারণে বলে আবেদনে উল্লেখ করেন।

তিনি আরো জানান জনবিচ্ছিন্ন একজনকে সমর্থন দিয়ে জেলা বিএনপি তার মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেয়ায় তিনি এই মনোনয়ন প্রত্যাহার করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব রহিম নেওয়াজ। তার মনোনয়ন পত্র প্রত্যাহারের পূর্বে তিনি দলীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ করে বক্তব্য রাখেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী চারজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …