সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন উমা চৌধুরী

নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন উমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী উমা চৌধুরী। রবিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মোঃ আছলাম উদ্দিন এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রসাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ‌্যাড. মালেক শেখ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাগর ইসলাম সহ, মহিলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উমা চৌধুরী এবং বিএনপি দলীয় প্রার্থী জিল্লুর রহমান খান চৌধুরী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …