নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার ৯নং ওয়ার্ডে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর পৌরসভার নয় নং ওয়ার্ডে রেলস্টেশন সংলগ্ন বনবেলঘরিয়া, সুগার মিলস মোড় এবং হুগোলবারিয়া এলাকার মানুষের মাঝে ১টি করে মাস্ক এবং ১টি করে সাবান (৪০০ মাস্ক,৪০০ সাবান) বিতরণ করেন তিনি।
এই স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কালে মেয়র পৌরসভার নাগরিকদের অনুরোধ করেন, যাতে তারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন বেশি প্রয়োজন না হলে যাতে ঘরের বাইরে না যান। তিনি আরো জানান এসময় করনা ভাইরাসের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। তাই সকলকে সাবধান থাকতে হবে।
এসময় সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ আরও অনেকে
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …