নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ডে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার অসচ্ছল পরিবারের ছোট্ট ছোট্ট সোনামনিদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
৮০টি অস্বচ্ছল পরিবারের শিশুদের মাঝে সুজি চিনি বিস্কুট শিশু খাদ্য বিতরণ করা হয়। বৈশ্বিক করনা সংক্রমণ রোধে কর্মহীন মানুষগুলো যখন ঘরে থাকছে তখন এই সমাজেরই একটি বড় অংশের শিশুরা পুষ্টিহীনতার শংকায় পড়ছে।
তাই তাদের কিছুটা হলেও পুষ্টির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তহবিল থেকে ১০হাজার টাকা এবং মেয়র এর নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা দিয়ে এই শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে বলে জানান পৌর মেয়র উমা চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …